Header Ads

মোবাইল দিয়ে অনলাইন থেকে টাকা আয় করার টিপস। Make money online by mobile


লেখাটি "যুগান্তর" পত্রিকা থেকে কপি করা: বর্তমান সময়ে বেকারত্ব বেড়ে যাওয়ার কারণে বেকাররা তো বটেই চাকরিজীবী মানুষরাও একটু বাড়তি আয়ের উপায় খুজছেন। তাই "টেক টক" এর আজকের পর্বে অনলাইন থেকে টুকটাক আয় করার ব্যাপারে বলা হবে।

অনলাইন থেকে আয় করার কোন ভিডিও বা লেখা সামনে আসলেই আমরা সকলেই তা আগ্রহ নিয়ে দেখি বা পড়ি। সত্যিই তো সারাদিন কত সময় অনলাইনে ব্যয় করি। এই ব্যয় করা সময় থেকে একটু সময় দিয়ে যদি কিছু টাকা টাকা আয় করা যায় তাহলে তো ভালোই হয়। 

অনলাইনের কাজ কথাটি শুনলেই অনেকে মনে করেন কম্পিউটার কিংবা ল্যাপটপ লাগবে। আসলে প্রযুক্তি এখন অনেক উন্নত তাই অনলাইনের কিছু কাজ মোবাইল দিয়ে এখন করা সম্ভব। মোবাইল দিয়ে করা সম্ভব এমন অনেকগুলো কাজের মধ্যে একটি হল "অ্যাড ভিউ" তথা বিজ্ঞাপন দেখা। ইউটিউব ও ফেসবুকে এই বিষয়টি নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে। কিন্তু এগুলোর বেশিরভাগই কাজ করে না। বিজ্ঞাপন দেখে আয় করার বিষয়টি নিয়ে রয়েছে নানান জটিলতা। অনেক ভিডিওতে দেখানো হয় বিভিন্ন ওয়েবসাইটে কিংবা অ্যাপস এ অগ্রিম টাকা বিনিয়োগ/ইনভেস্টমেন্ট করতে হয় তারপর অ্যাড দেখে অধিক মুনাফা পাওয়া যায়।  আবার অনেক ভুক্তভোগী বলছেন যেই টাকা বিনিয়োগ করেছেন সেই টাকায় তুলতে পারেননি। বাড়তি আয় করা তো অনেক পরে কথা। তাই আজকে আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব যেখানে আপনারা বিনিয়োগ না করে কিছু টাকা আয় করতে পারবেন। ওয়েবসাইটটির মূল কাজ হল বিজ্ঞাপন দেখা। কেউ কেউ বলবেন বিজ্ঞাপন দেখেও আয় করতে পারিনি এগুলো কাজ করে না। আসলে বিজ্ঞাপন দেখারও একটা সিস্টেম রয়েছে। প্রতিটি বিজ্ঞাপনের দুই তিনটি ধাপ থাকে ধৈর্য ধরে সেগুলো কমপ্লিট করতে হয়। অনেকে আবার ফেসবুক থেকে সরাসরি লিংকে ক্লিক করে বিজ্ঞাপন দেখে থাকেন সে ক্ষেত্রেও সমস্যা হতে পারে। লিংক আপনি যেখান থেকে সংগ্রহ করেন না কেন লিংকটি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করবেন। তাহলে আপনারা সঠিক ওয়েতে কাজ করতে পারবেন। একটি কথা আবারও বলছি অনলাইন থেকে আয়ের আশায় কোন ওয়েবসাইটে টাকা ডিপোজিট বা পেমেন্ট করবেন না।  আর কথা না বাড়িয়ে এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটটি থেকে ঘুরে আসতে পারেন। 


এই ওয়েবসাইট থেকে অনেকেই আয় করতে পেরেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তাই আপনিও চেষ্টা করে দেখতে পারেন। প্রতিদিন ফেসবুকে তো ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেন। সেখান থেকে না হয় একটু সময় দিলেন। অবশ্যই তাদের নিয়ম নীতিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিবেন। 

উৎস: দৈনিক যুগান্তর, ১৬/১০/২০২৪ ইং।








No comments

Theme images by Maliketh. Powered by Blogger.