Header Ads

নখ বা কুনি ভেতরে দেবে গেলে কী করবেন?


অনেকের নখ বা কুনি দেবে যাওয়ার সমস্যা হয়। এতে ব্যথা ও অস্বস্তি তৈরি হয়। কিছু পদক্ষেপ গ্রহণ করলে এ সমস্যা সমাধান করা যায়। 
কী করবেন
  • প্রথমত, নখটি অস্ত্রোপচার করে ফেলে দিতে হবে। তা না হলে মাঝেমধ্যে আঙুলটি ব্যথা করবে, পুঁজ হবে।
  • পুঁজ হলে অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হবে। কাজেই চিকিৎসকের পরামর্শ নেওয়াই জরুরি।
  • অস্ত্রোপচার করে তুলে ফেলা নখটির হিস্টোপ্যাথলজি পরীক্ষা করাতে হবে রোগের কারণ জানার জন্য।
  • পুরোনো স্থানে নতুন নখ সুস্থভাবেই উঠবে।
কী করবেন না
  • অযথা ভয়ে আক্রান্ত হয়ে মরা নখটি শরীরে ধারণ করে রাখার চেষ্টা করে সমস্যাকে জটিল করবেন না।

    লেখক :  সহযোগী অধ্যাপক হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল।

1 comment:

Theme images by Maliketh. Powered by Blogger.